• ঢাকা
  • শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

"জনাব সাইফুল ইসলাম ও রফিকুল ইসলাম ওনারা আপন দু'ভাই দক্ষিণ কোরিয়া প্রবাসী "


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১১ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:০০ পিএম;
"জনাব সাইফুল ইসলাম ও রফিকুল ইসলাম ওনারা আপন দু'ভাই দক্ষিণ কোরিয়া প্রবাসী "
"জনাব সাইফুল ইসলাম ও রফিকুল ইসলাম ওনারা আপন দু'ভাই দক্ষিণ কোরিয়া প্রবাসী "

 .

প্রথমে ছোট ভাই রফিকুল ইসলাম সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় চাকরিরত ; যা প্রায় ১৫ বছর চলমান। কয়েক বছর পর বড় ভাই সাইফুল ইসলামও সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাবার সুযোগ অর্জন করতে সক্ষম হন।যা আজ প্রায় ১২ বছর চলমান। .

আল্লাহর অসীম রহমতে তাঁরা দু'ভাই দক্ষিণ কোরিয়ায় খুব ভালো মানের দামী কোম্পানিতে চাকরিরত।মোটা অংকের বেতনও পান দু'ভাই ই।.

দুভাই ই বর্তমানে আর্থিক দিক দিয়ে স্বচ্ছল।মা,ভাই -বোন, স্ত্রী, পুত্র, কন্যা সকলকে নিয়ে একটি সুখী পরিবার। .

বড় ভাই সাইফুল ইসলাম এম কম পাশ।আর ছোট ভাইও কলেজ পড়ুয়া। নিজ এলাকায় তাঁরা দারুণ জনপ্রিয়। এলাকায় সকল উন্নয়নমূলক কাজে তাঁদের দু-ভাইয়ের তুলনা নাই। .

গরীব দুখীদের সহযোগিতা, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং সামাজিক সকল কর্মকাণ্ডে তাঁদের দানের হাত সর্বদা প্রসারিত। .

দাম্পত্য জীবনে বড় ভাই সাইফুল ইসলাম এক স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।অপরদিকে ছোট ভাই রফিকুল ইসলাম দাম্পত্য জীবনে এক স্ত্রী, নাম নাসিমা রফিক সরকারি প্রাঃ বিদ্যালয় এর সহকারী শিক্ষিকা।দুইকন্যার মধ্যে বড় জনের নাম রাজমনি। সেএবার ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থী।.

বড় ভাই সাইফুল ইসলাম বিশ হাজার ও ছোট ভাই রফিকুল ইসলাম দশ হাজার দু'জনে মিলে আমাকে ঈদুল আজহা উদযাপনের জন্য ত্রিশ হাজার দিয়েছেন।যা আমার এ দুর্দিনে অনেক উপকার হয়েছে।.

তাই এবারের ঈদের পুরো আনন্দ ও সকল পূণ্য বড় ভাই সাইফুল ইসলাম ও ছোট ভাই রফিকুল ইসলাম দু'জনকে উৎসর্গ করলাম। .

ঈদ হোক সকলের সাম্যের গান, বাংলার আকাশেতে চির অম্লান। ঈদ মোবারক। .

 . .

ডে-নাইট-নিউজ / সাদিকুর রহমান বিপ্লব

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ